ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, জাতির এক ক্রান্তিকালে আমরা দায়িত্বভার গ্রহণ করেছি। সবাই প্রশাসনের ওপর আস্থা রেখেছিল। প্রশাসন ক্যাডার অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়।দিনে দিনে এই আরো চ্যালেঞ্জ বাড়ছে। নিজেদের জনবান্ধব হিসেবে তুলে ধরতে হবে।
ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন,অনেক প্রকল্প বাস্তবায়নে এবং অবকাঠামো উন্নয়নের কারণে বাংলাদেশে কৃষিজমি কমছে, যা খাদ্যনিরাপত্তার জন্য একটি বড় হুমকি। জাতীয় স্থানিক পরিকল্পনা বাস্তবায়ন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা উচিত।
ভূমি মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ভূমি সংক্রান্ত ভোগান্তি অনেকাংশে কমে যাবে। আধুনিক প্রযুক্তির যুগে আমরা নিজেদের মানিয়ে না চললে দৈনন্দিন কাজকর্ম দুরূহ হয়ে পড়বে।
অধিগ্রহণকৃত জমি যে কাজের জন্য নেয়া হচ্ছে সে কাজ ব্যতীত অন্য কাজে ব্যবহার করা যাবে না। জমি ব্যবহৃত নাহলে জেলা প্রশাসকের নিকট সেই জমি ফেরত দিতে হবে। অধিগ্রহণ করা অব্যবহৃত ও বেদখলকৃত জমি পুনরুদ্ধার করা খুবই জরুরি। আমাদের ভূমি দিনে দিনে হ্রাস পাচ্ছে তাই জমির সঠিক ব্যবহারে নিশ্চিত করতে হবে।